জাতীয়

রাজধানীতে আদিবাসী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় আদিবাসী এক গৃহকর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা লুৎফর রহমান জং (৪০) পলাতক রয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ এ তথ্য জানান।

আব্দুর রউফ বলেন, ‘গৃহকর্তা লুৎফর গত তিন মাস যাবৎ বিভিন্ন সময় সবার অগোচরে ওই গৃহকর্মীকে ধর্ষণ করে। ভয়ে মেয়েটি কাউকে কিছু বলতে পারেননি। তাকে বাসা থেকে বাইরে যেতে দেওয়া হতো না। আজ মেয়েটি থানায় এসে অভিযোগ করেন।’

তিনি আরও জানান, মেয়েটির বাড়ি বান্দরবান জেলায়। গত এক বছর যাবৎ তিনি ওই বাসায় কাজ করতেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Back to top button