রাঙ্গামাটির নান্যেচরে ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ৮০ বছরের বৃদ্ধ গ্রেফতার

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর (নান্যেচর) উপজেলায় ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ৮০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে নানিয়ারচর পুলিশ। নানিয়ারচর উপজেলাধীন বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় ১২ বছরের প্রতিবন্ধী পঙ্গু শিশুকে হারুনুর রশীদ নামে (৮০) বছরের উক্ত বৃদ্ধ নিজ বাড়িতে ধর্ষনের অভিযোগ উঠে।
উক্ত ঘটনা নিয়ে ভিকটিমের বাবা জানায়, আমি কৃষি কাজের কারনে সকালে কাজের জন্য বাড়ি ছেড়ে কাজে যাই এবং তার মাও সাংসারিক কাজে বাড়ির বাইরে থাকার কারণে ৪ অক্টোবর রবিবার সকাল ১০টার দিকে নিজে বাড়িতে আমার পংগু মেয়েকে ধর্ষণ করে হারূনুর রশিদ। ধর্ষণের শিকার শিশুটি মায়ের কাছে ঘটনা জানালে রবিবার সকালে ভিকটিমের মা নানিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান তিনি।
এদিকে এ বিষয়ে নানিয়ারচর থানার এস আই মোঃ রওশন জামান বলেন, “এই ঘটনায় ভিকটিমের মা আমাদেরকে লিখিত অভিযোগ দিলে আসামীকে গ্রেফতার করা হয় এবং শিশু ও নারী নির্যাতন আইনে ৯ এর (০১) এ একটি মামলা দায়ের করা হয়।