মিহির ঘোষসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাবেক কেন্দ্রীয় নেতা, সিপিবির প্রেসিডিয়াম সদস্য, কমরেড মিহির ঘোষসহ মিথ্যা মামলায় কারাগারে বন্দী নেতা কর্মীদের মুক্তি দাবি করেছেন ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ।
গতকাল ১০ ফেব্রুয়ারি ২০২২,বিকালে পল্টন মোড়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারদলীয় লোকজন গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যালয় ভাংচুর ও বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি অবমাননার নামে দেশদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মিহির ঘোষসহ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে। কিন্তু ঘটনার সময় কমরেড মিহির ঘোষ, গিদারী ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সাদেকুল ইসলা মমাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ ঐ স্থানে ছিলেন না। কারচুপি করে নির্বাচনে জিতে আসা ও মিহির ঘোষ, সাদেকুল মাষ্টারের কণ্ঠরোধ করার জন্যই মূলত এ মিথ্যা মামলা দায়ের করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, এলাকার সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মিহির ঘোষ সব সময় সোচ্চার ছিলেন। কারাগারে বন্দী করে, মিথ্যা মামলা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে নেতাকর্মীদের কণ্ঠ রোধ করা যাবে না।
নেতৃবৃন্দ অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণসম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন রেজা, নির্বাহীকমিটির সদস্য মোতালেব হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্ যকল্লোল বণিক। সংহতি বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা লাকি আক্তার, ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহ। সমাবেশ পরিচালনা করেন ক্ষেতমজুর সমিতির সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার বাপ্পী।
সমাবেশ থেকে একই দাবিতে আজ ১১ ফেব্রুয়ারি বিকাল ৫টায় পল্টন মোড়ে প্রগতিশীল গণসংগঠনের আহ্বানে বিক্ষোভ ও মশাল মিছিল ও ১৩ রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় ।