মাতৃভাষায় প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থা চালু এবং বাদপড়া আদিবাসীদের গেজেটে অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন
আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার সকাল ১১.০০টায় সকল আদিবাসী শিশুদের জন্য প্রাথমিক স্তরে নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু ও বাদপড়া আদিবাসীদের সরকারী গেজেটে অন্তর্ভূক্তির দাবিতে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্র্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, রাজাশাহী কলেজ শাখার সভাপতি সাবিত্রী হেমব্রম, দপ্তর সম্পাদক পলাশ পাহান, অর্থ সম্পাদক অনিল রবিদাস।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট প্রশান্ত সাহা, ন্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি রাজশাহী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, বাসদ রাজশাহী জেলার সমন্বয়ক আলফাস হোসেন, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার সভাপতি রঘুনাথ রবিদাস, নবজাগরন ছাত্র সমাজের উপদেষ্টা তামিম সিরাজী, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাজাশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দিপন চাকমা, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী জেলার সভাপতি সোহরাব হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এদেশের সকল আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। একই সাথে বাদ পড়া আদিবাসীদের সরকারী গেজেটে অন্তর্ভূক্তির দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, বাংলাদেশ সরকার যতদিন এদেশের আদিবাসীদের স্বীকৃতি দিতে পারবে না ততদিন আদিবাসীদের উপর নির্যাতন বন্ধ হবে না। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নেই বলে তাদের মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে না। বাংলাদেশে ৫৪ টির অধিক আদিবাসী জনগোষ্ঠীর অধিকাংশ এখনো সরকারী গেজেটে অন্তভুক্ত করা হয় নি। বক্তারা মালো, কুড়মী, বেদিয়া, তুরী, গঞ্জু, রাউতিয়া, লহার, রাজোয়ার, তেলি, গড়াইত, মুসহর, বানাই, রবিদাস সহ সকল বাদপড়া আদিবাসীদের অবিলম্বে গেজেটে অন্তর্ভূক্তির জোর দাবি জানান। বর্তমান ক্ষমতাশীন মহাজোট সরকার আদিবাসীদের বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার তাদের ২০০৮ সালের নির্বাচনী ইশতিহারে সমতলের আদিবাসীদের জন্য পৃথক এবং স্বাধীন ভুমি কমিশন গঠন করার প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন উদ্যোগ আজও নিতে পারে নি।