মহাদেবপুরে জাতীয় আদিবাসী পরিষদের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

“আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৯ উপলক্ষে সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা (নওগাঁর) উদ্যোগে শনিবার, বিকাল ৩.০০ টায় মহাদেবপুর উপজেলা মিলনায়তনে (নওগাঁ) র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি দিলীপ পাহানের সভাপতিত্বতে এবং সাধারণ সম্পাদক জগেশ উরাঁও এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, ছলিম উদ্দিন তরফদার (সেলিম)- এমপি, নওগাঁ-৩।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সবিন মুন্ডা সাধারণ সম্পাদক,জাতী য়আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, আহসান হাবিব ভদন চেয়ারম্যান মহাদেবপুর উপজেলা পরিষদ, অনুকুল চন্দ্র বুদু ভাইস চেয়ারম্যান মহাদেবপুর উপজেলা, অজিত কুমার মন্ডল অন্যতম সদস্য নওগাঁ জেলা আওয়ামী লীগ, আরিফুর রহমান আরিফ অধ্যক্ষ রায়গাঁ ডিগ্রী কলেজ মহাদেবপুর, জয়নাল আবেদিন মুকুল সমন্বয়ক নওগাঁ জেলা বাসদ, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, নরেন চন্দ্র পাহান, সাধারণ সম্পাদক, আদিবাসী যুব পরিষদ, মোশারফ হোসেন চৌধুরী উপদেষ্টা আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা, সুশিল উরাঁও সাংগঠনিক সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখা, নকুল পাহান, সভাপতি অাদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি, রামজয় পাহান সাধারণ সম্পাদক মহাদেবপুর উপজেলা শাখা প্রমূখ।