বেদিয়া মাহাতো শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
বাংলাদেশ বেদিয়া মাহাতো ইয়ুথ নেট এর উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁর পত্নীতলার নজিপুরে বেদিয়া (মাহাতো) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র এলাকার এসএসসি ও এইচএসসি পাশকৃত ২০ জন বেদিয়া (মাহাতো) শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ বেদিয়া মাহাতো ইয়ুথ নেটের আহ্বায়ক বিভূতী ভূষণ মাহাতো এর সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক উত্তম কুমার মাহাতোর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) নরেন চন্দ্র পাহান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক রামপ্রসাদ মাহাতো, সিলেট বিভাগীয় সমন্বয়কারী লক্ষণ মুন্ডা, মাহাতো সমাজ উন্নয়ন সংস্থার সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ মাহাতো, বাংলাদেশ আওয়ামীলীগ পত্নীতলা উপজেলার প্রচার সম্পাদক দিলীপ চৌহান, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, ইউপি সদস্য বিশ্বজিত মাহাতো, বেদিয়া (মাহাতো) ব্যক্তিত্ব নিয়তি রানী মাহাতো, ফটিক মাহাতো, ইয়ুথ নেটের যুগ্ম-আহ্বায়ক ববিতা মাহাতো, সদস্য নিখিল মাহাতো, স্বপন মাহাতো প্রমূখ।
বক্তারা বলেন, বেদিয়া শিক্ষার্থীদের নিজস্ব ভাষা-সংস্কৃতি চর্চা ও ধারণ করে শিক্ষার হার বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পাড়াশুনার গুরুত্ব দেবারও আহ্বান জানানো হয়।
বক্তারা আরো বলেন, বেদিয়া সহ আদিবাসীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনেও সকলের অংশগ্রহণের বিকল্প নেই। এতে ছাত্র যুবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।