অন্যান্য

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

তিন দিন ধরে চলা তাপপ্রবাহ যখন কমে আসছে, তখনই সমুদ্রে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপের আকার নিয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এর সম্ভাব্য গতিপথ এখন ভারতের ওড়িশা উপকূলের দিকে।

টানা দাবদাহে পুড়ছে রাজধানীসহ দেশের প্রায় সব জায়গা। শুক্রবার রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৬ দশমিক ২।

তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগ খেটে খাওয়া মানুষের। ঘর থেকেই বের হচ্ছেন না অনেকে।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবার বিকেলের পর তাপমাত্রা কমতে শুরু করেছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। তবে মে মাসে তিন থেকে পাঁচটি তীব্র ও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে সম্ভব্য ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম, এটি শ্রীলঙ্কা উপকূল হয়ে যেতে পারে ভারতের উড়িশা উপকূলের দিকে যাবে।

তবে সাগর উত্তাল থাকায় মাছ ধরা নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Back to top button