বগুড়ায় আদিবাসীদের ওপর হামলায় সিপিবি’র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে, বগুড়ার শেরপুর উপজেলায় ভূমিদস্যদের দ্বারা আদিবাসীদের উপর সশস্ত্র হামলা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতোসহ ১৭ জন আদিবাসীকে গুরুতর আহত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, গত ডিসেম্বর মাস থেকে শেরপুর ইউনিয়নের আমগোয়েল, গোর্তা, কেশবপুর, মরা দীঘি, জয়নগর গ্রামে ভূমি দখলকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর নির্যাতন ও বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। এ ঘটনাগুলোর প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ গ্রামের আদিবাসী সম্প্রদায় তাদের বসতভিটা ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচির পর এ নৃশংস হামলা চালানো হয়।
গত ৮ই জানুয়ারি রবিবার আম বইল গ্রামে চাষযোগ্য জমি দখলকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। এতে কমরেড শ্রীকান্ত মাহাতোসহ ১৭ জন গুরুতর আহত হন। তারা এখনও বগুড়া মেডিকেল কলেজ ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আদিবাসীদের ওপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সকল বিবেকবান মানুষকে আদিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।