শিল্প ও সংস্কৃতি

প্রথম বারের মত জয় বাংলা কনসার্টে গাইলেন এফ-মাইনর

সতেজ চাকমা: প্রতিবছর ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিশাল শ্রোতাসমাবেশের মাধ্যমে লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে কোনো আদিবাসী ব্যান্ডকে ডাকা না হলেও দেশের বিশাল পরিসরে আয়োজন হওয়ার এই কনসার্টে এই প্রথম দেখা গেল আদিবাসী নারীদের প্রথম ব্যান্ডদল এফ-মাইনর কে। বিশাল এ প্লাটফর্মে অংশগ্রহনের নানা আলোচনা ও সমালোচনার জবাবে এফ-মাইরের শিল্পীরা তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, অনেক আলোচনা সমালোচনা, চেনা অচেনার নানান মন্তব্য শুরু হয় কয়েকদিন ধরে আমাদের ঘিরে।তবে দিনশেষে এইটা আমাদের বড় পাওয়া যে আমরা দেশের সেরা এবং সবচেয়ে বড় স্টেজে আমাদের নিজস্বতা তুলে ধরতে পেরেছি। আমাদের আতিবাসী গানকে তুলে ধরতে পেরেছি সর্ববৃহৎ শ্রোতাসমাবেশে। সকল ভুল শুধরিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছে এফ-মাইনর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপলক্ষ্যে প্রতিবছর ইয়ং বাংলা ও সিআরআই এর আয়োজনের বিশাল সমারোহে অনুষ্ঠিত হয় এই কনসার্ট। এবছর এফ-মাইনর এর পাশাপাশি মঞ্চ মাতিয়েছেন মিনার, এভোয়েড রাফা, শুন্য, ভাইকিংস, ফুয়াড এন্ড ফ্রেন্ডস, লালন, এবরোভাইরাস, চিরকূট, ক্রিপটিক ফেট এবং নেমেসিসের মত প্রতিষ্ঠিত ব্যান্ডগুলো।

Back to top button