আঞ্চলিক সংবাদ

রাঙামাটিতে এবার হচ্ছে না সাংগ্রাই জল উৎসব

জেলার সার্বিক পরিস্থিতি ‘অনুকূলে না’ থাকায় এবার পার্বত্য জেলা রাঙামাটিতে পালিত হচ্ছে না পাহাড়ে বসবাসরত মারমা সম্প্রদায়ের সামাজিক অনুষ্ঠান সাংগ্রাই জল উৎসব।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ তথ্য জানিয়েছে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) সাধারণ সম্পাদক মংউচিং মারমা।

বিবৃতিতে বলা হয়, ‘মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) প্রতিষ্ঠালগ্ন থেকে মারমাদের সামাজিক অনুষ্ঠান সাংগ্রাই জল উৎসব পালন করে আসছে। রাঙামাটি জেলার সার্বিক পরিস্থিতি-পরিবেশ অনুকূলে না থাকায় মাসস এর উদ্যোগে ২০১৯ সালের সাংগ্রাই জল উৎসব উদযাপন করা হবে না।’

Back to top button