জাতীয়
পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে পার্বত্য চট্রগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, এম, পি (মন্ত্রী পদমর্যাদা) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সভাপতি শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (প্রতি মন্ত্রী পদমর্যাদা), চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য ট্রাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি (প্রতিমন্ত্রী পদমর্যাদ)।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহদুর উশৈসি সিং এমপি,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বাবু গৌতম চাকমা।
এসময় পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয়ের সচিব সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।