জনসংহতি সমিতির আবারও রাঙ্গামাটিতে ৩ দিনের অবরোধের ডাক
আইপিনিউজ ডেস্কঃ ভূষণছড়া হরিণা কেন্দ্রের পুনঃনির্বচানের দাবিতে জনসংহতি সমিতি আহুত ৩৬ ঘন্টার অবরোধ কর্মসূচী ১৪জুন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শেষ হযেছে। সেই সাথে দলটি ৩ দিনের নতুন কর্মসূচী ঘোষণা করেছে। রাঙ্গামাটি জেলা জনসংহতি সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়। আগামী ১৯, ২০ ও ২১ জুন প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিবৃতিতে স্বতঃস্ফূর্তভাবে ৩৬ ঘন্টার সড়ক অবরোধ পালন করার জন্য রাঙ্গামটির সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানানো হয়।
আমাদের রাঙ্গামাটি প্রতিনিধি জানান, ১ম দিনের মত ১৪জুন মঙ্গলবারের অবরোধ কর্মসূচী ছিল শান্তিপূর্ণ। জেলা শহরে কোন প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ১ম দিনের মত ২য় দিনেও দূরপাল্লার কোন যানাবাহন শহর ছেড়ে যায়নি। নৌপথেও যোগাযোগ বন্ধ ছিল।
অবরোধের আওতার বাইরে থাকবে-
# রোগী বহনকারী এ্যাম্বুলেন্স ও যানবাহন
# আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর যানবাহন
# অগ্নিনির্বাপক যানবাহন
# জরুরী বিদ্যুৎ সরবরাহ গাড়ি
# সাংবাদিকদের বহনকারী গাড়ি
# জনগূরুত্বপূর্ণ যানবাহন