আঞ্চলিক সংবাদ

গুইমারায় সেটেলার বাঙালি কর্তৃক ভূমি দখলের চেষ্টা, এক চাকমা নারী আহত

গত ১ এপ্রিল ২০১৮ সকাল ৭ঘটিকায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পিলাভাঙ্গা এলাকায় সেটেলার বাঙালি কর্তৃক ভূমি দখলের চেষ্টায় এক চাকমা নারীকে মারধর করে আহত করেছে।

জানা যায়, ঘটনার সময়ে ধনবি চাকমা(৩৮) নামের ওই চাকমা নারীর টিলাভূমিতে সেটেলার বাঙালি মো: দাউদ মিয়ার ছেলের মো: ইকবাল মিয়া(৪০) জঙ্গল পরিস্কার ও গাছ কাটতে থাকে। সময়ে ধনবি চাকমা বাধা দিলে মো: ইকবাল মিয়া তাকে ধরে এলোপাথারি মারধর করে। ধনবি চাকমার চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এলে সেটেলার মো: ইকবাল মিয়া পালিয়ে যায়। পরে গ্রামবাসী আহত ধনবি চাকমারকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, কয়েক মাস আগে ছোট কালাপানি এলাকা থেকে এসে সেটেলার মো: ইকবাল মিয়া যুব লাল চাকমার বসতভিটার জায়গাটি তার বলে দাবি করে বেদখলের চেষ্টা করে। এঘটনায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি হয়। মো: ইকবাল মিয়া গুইমারা থানায় যুব লাল চাকমার নামে মিথ্যে মামলা দায়ের করলে পুলিশ যুব লাল চাকমাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। যুব লাল চাকমা এখনো কারাগারে রয়েছেন।

Back to top button