শিল্প ও সংস্কৃতি

গতকাল ঢাবি’তে অনুষ্ঠিত হল এবিসিবি’র ‘রক-ও-ফোন সিজন-৪’ কনসার্ট

আইপিনিউজ ডেক্স(ঢাকা): গতকাল  রবিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হল ‘আচিক ব্যান্ড কমিউনিটি অফ বাংলাদেশ’ (এবিসিবি) এর ‘রক-ও-ফোন সিজন-৪’ কনসার্ট । ঢাকা বিশ্ববিদ্যালয়ের  টিএসসি অডিটোরিয়ামে এই কনসার্ট  অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক দর্শকের প্রাণবন্ত অংশগ্রহনে অনুষ্ঠিত এই কনসার্টে  মঞ্চ মাতান গারো ব্যান্ডগুলো। উক্ত করসার্টে  অংশ নেন গানের দল মাদল, সাক্রামেন্ট, রেরে ও জুমাং সহ ১২ টি গারো ব্যান্ডের দল। দুপুর ১ টা থেকে অনুষ্ঠিত এই কনসার্টটিতে ঢাকা শহরের অসংখ্য গারো তরুণ তরুণীরা ছাড়াও অংশ নেন বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর তরুণরা।

মূলত ছড়ানো ছিটানো পর্যায় থেকে গারো গান প্রেমী দলগুলোকে এক জায়গায়, এক প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে ২০১৫ সালে শুরু হয় ‘আচিক ব্যান্ড কমিউনিটি অফ বাংলাদেশ (এবিসিবি) ’ এর পথচলা।

কনসার্টে মাদল ব্যান্ডের পরিবেশনা।

উক্ত কনসার্টে অংশ নেওয়া কয়েকজন গারো তরুণ ও তরুণীর সাথে  কথা হয় আইপিনিউজ এর। তাঁরা বলেন, করোনা’র পর এই প্রথম এই ধরণের আয়োজন। আমরা এই কনসার্টটির জন্য অনেক মুখিয়ে ছিলাম। দীর্ঘ  প্রতীক্ষার পর এই কনসার্টটি অনুষ্ঠিত হল। ভালো লাগছে নিজেদের ভাষার গান উপভোগ করতে পেরে।

উক্ত কনসার্টে গারোদের  ‘আচিক’ ভাষার গান ছাড়াও বাংলা গানও পরিবেশিত হয়। মূলত আচিক ভাষার গানগুলো তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া ও তার চর্চা বৃদ্ধির জন্যেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। উক্ত কনসার্ট আয়োজনে মিডিয়া পার্টনার হিসাবে ছিল আদিবাসীদের জাতীয় পর্যায়ে অনলাইন সংবাদমাধ্যম আইপিনিউজ। এছাড়াও  কো-হোস্ট হিসেবে ছিল “ঢাকা বিশ্ববিদ্যালয় গারো ফ্যামিলি” এবং কো-স্পন্সর ছিল “আচিক অ্যাপিয়ারেলস”।

 

 

 

Back to top button