অন্যান্য

কোভিড-১৯ দূর্ভোগ মোকাবেলায় হাজং পরিবারের জন্য সহায়তা চেয়েছে জাতীয় হাজং সংগঠন

সোহেল হাজং: গত শনিবার ৪ এপ্রিল কোভিড-১৯ মহামারী মোকাবেলায় হাজং পরিবারের জন্য করণীয় শীর্ষক একটি মিটিং অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের নেতৃত্বে। বর্তমান এ প্রাদুর্ভাব ও লকডাউন পরিস্থিতির জন্য জরুরি প্রয়োজনে অনলাইনে এ ভার্চয়াল মিটিংটি আয়োজন করা হয় যেখানে অংশ নেন জাতীয় হাজং সংগঠনের সভাপতি আশীষ কুমার হাজং, সহ-সভাপতি বিপুল হাজং, আশুতোষ হাজং, সাধারণ সম্পাদক পল্টন হাজং, সাংগঠনিক সম্পাদক সোহেল হাজং, অর্থ সম্পাদক সুজিপ্ত হাজং, সহ-আন্তর্জাতিক সম্পাদক দোলন হাজং ছাত্র প্রতিনিধি বিভূতি হাজং বাপ্পী, বাজাহাস সচিবালয় সদস্য লিটন হাজং প্রমুখ।

আলোচনায় যে বিষয়গুলো ওঠে আসে তার মধ্যে ছিল বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবে বাংলাদেশের হাজংদের অবস্থা, এসব এলাকায় কিভাবে এ সংকট মোকাবেলা করা হচ্ছে এবং এর ভবিষ্যৎ ভয়াবহতা সামাল দিতে কি করা যায় ইত্যাদি।

চ্যালেঞ্জসমূহ: সারা দেশের অন্যান্যদের মতো প্রায় ১৮ হাজার হাজং জনগণও কোভিড-১৯ মহামারীর চরম প্রভাব অনুধাবন করছে। গ্রামাঞ্চলের হাজং জনগণ এখনও করোনা ভাইরাস নিয়ে তেমন সচেতন নয়। কেউ কেউ এ ভাইরাস এর নাম শুনলেও এর প্রতিরোধে অনেকেই নিয়ম পালন করছে না। প্রয়োজনীয় মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও স্প্রে হাজং এলাকায় ঠিকমতো সরবরাহ করা হচ্ছে না। এ মহামারী উপলক্ষে সরকারি ঘোষণামতো খাদ্য দ্রব্য ও ত্রাণ অধিকাংশ দরিদ্র হাজং পরিবারগুলো পাচ্ছে না। যার ফলে, ইতোমধ্যে নালিতাবাড়ী, ধোবাউড়া, দুর্গাপুর, কলমাকান্দা, মধ্যনগর ও তাহিরপুর থানার বেশ কিছু হাজং গ্রামের শতাধিক পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং এভাবে চলতে থাকলে আর কিছুদিন পর হাজারো হাজং পরিবার খাদ্যের চরম দূর্ভোগে পড়বে! অধিকাংশ হাজং জনগণ দিনমজুর শ্রমিকের কাজ করে। লকডাউনের ফলে বর্তমানে তাদের কাজ স্থগিত হয়ে পড়লে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। তিনবেলার খাবার এখন কোন কোন হাজং পরিবারের সদস্যরা একবেলা খাওয়ার পরও তাদের সামান্য খাদ্য মজুদটুকুও শেষ হয়ে যাচ্ছে। হাজং পরিবারগুলো এখন একদিকে রোগের আশংকা অন্যদিকে খাদ্য সংকটের চরম দূর্ভোগের কথা আশংকা করছে।

প্রস্তাবনা: কোভিড-১৯ মহামারীর এ চরম দূর্ভোগের সময় হাজং জনগোষ্ঠীকে এ পরিস্থিতি মোকাবেলা ও সুরক্ষার জন্য সকলকে সমন্বিত উদ্যোগে এগিয়ে আসার জন্য বলা হয়েছে। সে সাথে যে উদ্যোগগুলো হাতে নেওয়ার কথা বলা হয়েছে তার মধ্যে-
১) করোনা ভাইরাস সম্পর্কে হাজং জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি, আপডেট নিউজ ও নেটওয়ার্ক হিসেবে কাজ করার জন্য “কোভিড-১৯ মহামারীতে হাজং পরিবারের জন্য সহায়তা” নামে একটি ফেসবুক গ্রুপ পেজ খোলা।
২) এ মহামারী মোকাবেলায় এলাকাভিত্তিক হাজং প্রতিনিধি নিয়ে একটি সমন্বয়কারী কমিটি করা।
৩) মহামারীতে দূর্ভোগ মোকাবেলায় একটি অর্থ সংগ্রহ কমিটি করা।
৪) সামাজিক নেটওয়ার্ক ছাড়াও করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য গ্রাম পর্যায়ে হাজং ছাত্র-যুবদের উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধকরণ।

বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের নেতৃত্বে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এলাকাভিত্তিক হাজং প্রতিনিধি নিয়ে গঠিত সমন্বয়কারী কমিটিতে থাকবেন-চিন্তাহরণ হাজং, মন্টু পুলিশ, নীলুরঞ্জন সরকার (ঝিনাইগাতী), সুকুমার হাজং, শ্যামল সরকার, শুভশক্তি হাজং, হাজং সঞ্জয় সরকার, সুকান্ত হাজং (নালিতাবাড়ী), সাগর হাজং, শেখর হাজং, সুশান্ত হাজং ( ভালুকাপাড়া, লাঙ্গলজোড়া) নয়ন হাজং (ডেফলাইপাড়া), বিমল হাজং, নারায়ন হাজং, সরানন হাজং (জাঙ্গালিয়া) এছাড়াও অরূপ রতন হাজং, ধোবাউড়া। রূপক হাজং, হরিদাস হাজং, রাসেল হাজং, লিটন হাজং ও দেবাশীষ হাজং (দুর্গাপুর পশ্চিম), ছোটন হাজং, নির্মল হাজং, যমুনা হাজং, নিপা হাজং, টেনু হাজং (ভবানীপুর, মেনকী, গোপালপুর, লক্ষ্মীপুর), দোলন হাজং (শ্যামনগর), দীপন হাজং, মিথুন হাজং (মানিকপুর, নয়নকান্দি), দুর্গাপুর। নরেশ হাজং, বিনোদ হাজং (লেঙ্গুরা, চৈতানগর), সজল মেম্বার (চেংনি), টনিক হাজং (গোড়াগাঁও), তুষার হাজং, দেবদাস হাজং, রণদাস হাজং (রানীগাঁও), রুকিন হাজং (সেনপাড়া), সুবোধ হাজং (চকপাড়া, খারনই), দীনদাস হাজং (গোবিন্দপুর), সুজিপ্ত হাজং সুরেশ (ভাষাণকুড়া), বাধন হাজং (আঠাচিপা), ফরিদ হাজং (বনবেড়া), অনুপ হাজং, বিকাশ হাজং (বগাডুবি), শিবশঙ্কর হাজং (দমদমা), এছাড়াও রিতেন হাজং, সুজিত হাজং, সম্রাট হাজং, পূর্ণিমা হাজং, আশীষ হাজং, অনুপ আর্মি (বেদগড়া, চান্দডিঙা, পাঁচগাও), কলমাকান্দা। উজ্জ্বল হাজং (ধারাপাড়া), আশুতোষ হাজং ও জাতীয় হাজং সংগঠনের শাখা কমিটি (মধ্যনগর), অমিত হাজং (লালঘাট), ডা: সেভেন্দ্র হাজং, বন্দি কুমার হাজং (রাজাই), তাহিরপুর। আশীষ কুমার হাজং (বিশ্বম্ভরপুর)। প্রয়োজনে কমিটিতে আরো নাম সংযোজন হতে পারে।

এ সমন্বয়কারী কমিটির সদস্যদের কাজগুলো হবে- নিয়মিত স্ব স্ব এলাকার হাজং পরিবারের খোঁজখবর রাখা। অসহায় হাজং পরিবারের তালিকা সংগ্রহ। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত। মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজার ও সচেতনতামূলক লিফলেট/পোস্টার ইত্যাদি সংগ্রহে উদ্যোগ ও হাজংদের মাঝে পৌঁছানো। দূর্ভোগে পড়া হাজং পরিবারকে সহায়তা প্রদানে এলাকাভিত্তিক ফান্ড সংগ্রহ। স্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও অন্যান্য উৎস থেকে অর্থ ও সেবা সংগ্রহ করে অসহায় পরিবারের বন্টনে সহায়তা। নিয়মিত জাতীয় সংগঠনের কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট শাখা কমিটি ও সহায়তাকারী অন্যান্য সংগঠনের সাথে যোগাযোগ স্থাপন ও “কোভিড-১৯ মহামারীতে হাজং পরিবারের জন্য সহায়তা” গ্রুপ পেজ এ আপডেট জানানো।

কোভিড-১৯ মহামারীতে দূর্ভোগ মোকাবেলায় জাতীয় হাজং সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদককে অন্তর্ভূক্ত করে ২১ সদস্য বিশিষ্ট একটি অর্থ সংগ্রহ কমিটি করা হয়। দরিদ্র হাজংদের সুরক্ষায় অর্থ সংগ্রহে জাতীয় হাজং সংগঠনের নিজস্ব একাউন্ট, নাম: বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন, একাউন্ট নং: ০২০০০১০২৫৬৫৩২, অগ্রনী ব্যাংক, দুর্গাপুর শাখা নেত্রকোনা ও বিকাশ নম্বর ০১৭১০ ৯২৭৪৮৪ (পল্টন হাজং) ব্যবহার করা হবে। উক্ত একাউন্ট/বিকাশে আগ্রহী ব্যক্তিদের অর্থ পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

Back to top button