এমরিপ মেম্বার নির্বাচিত হলেন বাংলাদেশের বিনোতাময় ধামাই

বাংলাদেশের আদিবাসীদের জন্য এই সময়ে একটি সুখবর যা সামাজিক মিডিয়াতে পাওয়া যাচ্ছে, তা হলো পার্বত্য চট্রগ্রামের ত্রিপুরা জাতিগোষ্ঠীর (জুম্ম) আদিবাসী এক্টিভিস্ট মি. বিনোতাময় ধামাই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এমরিপ (এক্সপার্ট মেকানিজম অন দ্যা রাইট্স অফ ইন্ডিজেনাস পিপলস) এর একজন এক্সপার্ট মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। এমরিপ এর এক্সপার্ট কমিটিতে বাংলাদেশের আদিবাসীদের মধ্য থেকে এটিই প্রথম সদস্য লাভ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল দ্বারা এমরিপ প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। ২০০৮-২০১৬ সাল পর্যন্ত এমরিপের স্বাধীন এক্সপার্ট সদস্য ছিল ৫ জন, ২০১৭ সাল থেকে তা বৃদ্ধি করে ৭জন সদস্য করা হয়েছে। ৭ জন সদস্যদের মধ্যে ২০২০ সালে এশিয়া অঞ্চলের এক্সপার্ট সদস্য মি. এডতামি মানসয়াগন (ফিলিপিনো) এবং আরটিক অঞ্চলের এক্সপার্ট সদস্য মিস. লায়লা ভারস (নরওয়ে) এ দু’জনের মেয়াদ শেষ হলে এশিয়া অঞ্চলের এক্সপার্ট সদস্য হিসেবে মি. বিনোতাময় ধামাই (বাংলাদেশ) কে নতুন এবং আরটিক অঞ্চলের এক্সপার্ট সদস্য মিস. লায়লা ভারস (নরওয়ে) কে পূননির্বাচিত করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। বাংলাদেশ ও বিশ্বের আদিবাসী সংগঠন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা সংবাদটি জানার সাথে সাথে বিনোতাময় ধামাইকে তাঁর এ অর্জনের জন্য শুভেচ্ছা জানানো শুরু করেছেন। তাঁর এ পদে ৩ বছরের মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। বিনোতাময় ধামাই বাংলাদেশ আদিবাসী ফোরামের একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এআইপিপি (এশিয়া ইন্ডিজেনাস পিপলস প্যাক্ট) এর নির্বাহী সদস্য এবং জাতিসংঘের ভলান্টারি ফান্ড ফর ইন্ডিজেনাস পিপলস-এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে কাজ করে আসছেন। এর আগেও তিনি এমরিপ ও ইউএনপিএফআইআই-এর এশিয়া আদিবাসী ককাসের সমন্বয়কারী হিসেবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক সংগঠনে দায়িত্বের সাথে নেতৃত্ব দিয়েছেন।