আঞ্চলিক সংবাদ
আদিবাসী কোটা বহালের দাবিতে ঝিনাইগাতীতে সড়ক অবরোধ
মন্ত্রীপরিষদের দেওয়া কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা বহালের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা।
বুধবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা শহরে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ উদ্যোগে একটি মিছিল সিএনজি স্ট্যান্ড থেকে শুরু হয়ে স্থানীয় মডেল পাইল উচ্চ বিদ্যালয় গেইটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।