জাতীয়

সুব্রত সাংমা হত্যার বিচারের দাবীতে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ

আইপিনিউজ  ডেক্স(ঢাকা): নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা’র হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ হবে আগামী শনিবার। ‘ ঢাকায় বসবাসরত গারো আদিবাসী জনগণ’ এর ব্যানারে এই সমাবেশ ও মানববন্ধন করবে  ঢাকায় বসবাসরত গারো আদিবাসীরা। তাঁদের দাবী সুব্রত সাংমা’র সকল হত্যাকারীদের  দ্রুত গ্রেফতার, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আগামী শনিবার (১৫ অক্টোবর) ঢাকায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সকাল ১০ টায় এই মানববন্ধন ও সমাবেশ করবে গারো আদিবাসীরা।

উল্লেখ্য যে, গত ২৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সন্ধায় রাশিমনি বাজারে কিছু সন্ত্রাসী কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। পরবর্তিতে স্থানীয়দের সহায়তায় দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।

 

Back to top button