অন্যান্য

সুবীর নন্দীর আবারও হার্ট অ্যাটাক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন সংগীত শিল্পী সুবীর নন্দীর আবারও হার্ট অ্যাটাক হয়েছে। আজ সকালে হার্ট অ্যাটাকের পর অস্ত্রপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।

এদিকে গতকাল বিকেলেও একবার হার্ট অ্যাটাক হয়েছিল এই শিল্পীর।

বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি।

সামন্ত লাল সেন বলেন, সুবীর নন্দীর আজ (৫ মে) সকালে আবারও হার্ট অ্যাটাক হয়েছে। তার রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন অপারেশন থিয়েটারে রয়েছেন। আসলে ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

এর আগে ১৮ দিন অজ্ঞান থাকার পর শুক্রবার চোখ মেলে তাকান সুবীর নন্দী। মেয়েকে দেখে কেঁদেছেনও তিনি।

Back to top button