জাতীয়

লামায় ঝিরিতে বিষ প্রয়োগ গণহত্যা চেষ্টার সামিলঃ সমাবেশে ছাত্রনেতৃবৃন্দ

বিশেষ প্রতিবেদক, আইপিনিউজ(ঢাকা):  বান্দরবানের লামায় রেংইয়েন পাড়ার একমাত্র পানির উৎসে  গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)  বিষ প্রয়োগ করে ‘লামা রাবার কোম্পানি’র শ্রমিকরা। এর আগে গত এপ্রিলে একই কোম্পানির লোকজন স্থানীয় তিন পাড়ার আদিবাসীদের জুম ভূমি এবং প্রাকৃতিক বনে আগুন দেয়। মূলত ভূমি দখলই তাদের একমাত্র উদ্দেশ্য। উক্ত বিষ প্রয়োগের ঘটনার প্রতিবাদে এবং স্থানীয় আদিবাসীদের ৪০০ একর  ভূমি রক্ষার দাবীতে আজ বৃহষ্পতিবার  ঢাকাস্থ আদিবাসী ছাত্র সংগঠনসমূহ এক বিক্ষোভ সমাবেশ করেছে। বিষ প্রয়োগের ঘটনাকে গণহত্যা চেষ্টার সামিল এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্য কর না হওয়ার কারণে এসব হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রনেতা। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন এর কেন্দ্রীয়  সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চ্যং ইয়ুং ম্রো।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী দনওয়াই ম্রো’র সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিযে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পিসিপি ঢাবি শাখার সদস্য  শৈশানু মারমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত বিকাশ ধামাই, লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি’র আহ্বায়ক রংধনু ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্সস কাউন্সিল (বিএমএসসি) এর ঢাকা মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক অংশুয়ে চিং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি রেং ইয়ং ম্রো প্রমুখ।
সমাবেশে আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত বিকাশ ধামাই বলেন, পাহাড়ের আদিবাসীদের ভূমি অধিকারের জন্য ভূমি কমিশন গঠিত হয়েছিল। কিন্তু তা কার্যকর না হওয়ায় লামার মত আদিবাসী উচ্ছেদের ঘটনা বার বার ঘটতে চলেছে। আমি অবিলম্বে পার্বত্য ভূমি কমিশন কার্যকর সহ সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের জোর দাবী জানাচ্ছি।
প্লেকার্ড হাতে সমাবেশে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। শাহবাগ, ছবি- আইপিনিউজ 
সংহতি বক্তব্যে  অলীক মৃ বলেন, লামায় আদিবাসীদের জুম ভূমিতে আগুন দিয়ে প্রথমে তাদেরকে ভাতে মারার চেষ্টা করলো। তারপর আবার পানির উৎসে বিষ দিয়ে পানিতেও মারার চেষ্টা করছে রাবার কোম্পানির লোকজন। এসব ঘটনার কোনোটিরই সুরাহা প্রশাসনের পক্ষ থেকে আমরা আশা করি না। কেননা, বিচারহীনতার যে সংস্কৃতি ঝেঁকে বসেছে তাতে আমরা কেউই নিরাপদ নয়।

তিনি আরো বলেন, আদিবাসীরা যুগ যুগ ধরে পাহাড় প্রকৃতি রক্ষা করে আসছে। আর সমতলের বাঙালীরা গিয়ে নষ্ট করছে। আমরা পবিরেশ রক্ষার কথা বলি। কিন্তু যারা এই পরিবেশ রক্ষা করছে তাদেরকে ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। তিনি অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীও করেন।

জান দিব, ভূমি দিব না’- প্লেকার্ড হাতে এক শিশু। ছবি- আইপিনিউজ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি রেং ইয়ং ম্রো। সংহতি
বক্তব্যে তিনি বলেন, আদিবাসীদের ভূমি বেদখল হওয়ার হাত থেকে রক্ষা করা এবং ভূমির উপর তাদের অধিকার নিশ্চিত করার জন্য পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন গঠিত হয়েছিল। প্রশাসনের প্রত্যক্ষ মদদে ভূমি কমিশন আইন বাস্তবায়ন ও কমিশনের কার্যক্রম পরিচালনা করা ক্রমাগত বাধাগ্রস্ত হচ্ছে বলে আমরা দেখছি। যার কারণে লামার সরই ইউনিয়ন বলেন কিংবা চিম্বুকে পাঁচতারা হোটেল স্থাপন বলেন সবক্ষেত্রেই ভূমি দস্যুরা তৎপর। আমরা একের পর এক যে ঘটনাগুলো ঘটতে দেখছি সেখানে ভুমিপুত্রদের উচ্ছেদ করারই প্রয়াস লক্ষ করেছি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণেই এসব হচ্ছে বলে আমরা মনে করি।
তিনি আরো বলেন, লামায় সরই ইউনিয়নের রেংইয়েন পাড়ার একমাত্র ঝিরিতে কোম্পানির লোকজনের বিষ প্রয়োগের যে ঘটনা সেটা একই সাথে বণ্য ও জলজ প্রাণী নিধন এবং মানুষ হত্যা চেষ্টা বলে আমরা মনে করি। প্রশাসনের পক্ষপাত মূলক আচরণ এই অপরাধকে দ্বিগুন প্ররোচিত করেছে।  তাই অনতিবিলম্বে এসব ঘটনার সুস্ঠু তদন্তসহ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের যথাযথ প্রয়োগ সহ অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে।
লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বয়ক রংধনু ত্রিপুরা বলেন, এই সমাবেশের উপস্থিতি দেখে বুঝতে পারছি যে লামার আদিবাসীরা একা নয়। আমরা চারশত একর ভূমি ফেরত না পাওয়া পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যাবো। আমাদের এই আন্দোলনে দেশের সকল প্রগতিশীল মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
বিএমএসসি’র ঢাকা মহানরের সহ-সাংগঠনিক সম্পাদক ও বুয়েটের শিক্ষার্থী অংশুয়ে চিং বলেন, ঝিরিতে বিষ প্রয়োগের মাধ্যমে গণহত্যার চেষ্টা করা হয়েছে। এর আগেও জুম ভূমি পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশকে সব জানানোর পরও তারা অভিযোগ আমলে নেননি৷ বরং স্থানীয় আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এসব জবার আমরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যাশা করি।
ঢাকাস্থ আদিবাসী ছাত্র সংগঠন সমূহের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ। স্থান- শাহবাগ, ঢাকা। ছবি- আইপিনিউজ।
সংহতি বক্তব্যে ঢাবি শিক্ষার্থী ও পিসিপি ঢাবি শাখার সদস্য শৈশানু মারমা বলেন, লামার আদিবাসীদের ভূমি কেড়ে নেওয়ার প্রচেষ্টা আজকের নয়। বহু আগে থেকে তারা আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা করছে। কিন্তু ভুলে যাবেন না, পাহাড়ীরা তাদের অধিকারের জন্য সশস্ত্র লড়াই করেছিল। যদি এভাবে দিন দিন ভূমি কেড়ে নিয়ে আমাদেরকে ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হয় তাহলে পাহাড়ের জুম্ম ছাত্র সমাজ বসে থাকবে না৷ তখন যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলেও হুশিযারী দেন এই ছাত্রনেতা৷
ছাত্রনেতা শৈশানু মারমা আরো বলেন, আমরা বিগত ৭ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত করতে দেখলাম। সেটলার বাঙালিদের ডাকা হরতালে যদি সরকারের এই কমিশন নতজানু নীতি গ্রহন করে তবে আমরা বুঝতে পারি এর পেছনে কারা আছে। এসব অপকৌশলের আশ্রয় না নিয়ে অনতিবিলম্বে ভূমি কমিশন কার্যকর করে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জোর দাবী জানাচ্ছি।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  ও বাংলাদেশ ম্রো স্টুডেন্স এসোসিয়েশনের সহ-সভাপতি চ্যং ইয়ং ম্রো’র সমাপনির বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়। উক্ত সমাবেশে সংহতি জানান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ।

Back to top button