রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে গণফোরাম। এই কমিটিতে মোস্তফা মহসিন মন্টুকে বাদ দিয়ে রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর ড. কামাল হোসেন আগের মতোই দলটির সভাপতির পদে রয়েছেন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পুনর্গঠিত ১১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে দলের নির্বাহী সভাপতি করা হয়েছে সুব্রত চৌধুরী ও ড. আবু সাইয়িদকে।
সিলেট-২ আসনে নির্বাচিত মোকাব্বির খানকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে রেখেছে গণফোরাম। দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়ার জন্য তাকে কারণ দর্শাতে বলা হয়েছিল দলের পক্ষ থেকে। মোস্তফা মহসিন মন্টুকে এই কমিটির সদস্য করা হয়েছে।
অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক ছিল গণফোরাম। ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই জোটের ৮ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন যার মধ্যে দুজন ছিলেন গণফোরামের।