আঞ্চলিক সংবাদ

জামালপুরে আদিবাসীদের জন্যে ভ্রাম্যমান ভূমি সেবা কেন্দ্র স্থাপন

জামালপুর প্রতিনিধি: বুধবার (১৩ এপ্রিল) বকশীগঞ্জ উপজেলায় বসবাসরত আদিবাসী জনগনের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানী ও ভূমি বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের প্রয়োজনীয় পরামর্শ মতামত ও আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে টিডব্লিউএ অফিসে – ভ্রাম্যমান ভূমি সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠানে টিডব্লিউএ চেয়ারম্যান হোশিও ম্রং ‘র সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ভূমি, বকশীগঞ্জ উপজেলা।

অনন্ত ম্রং ‘র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিগলাকোনা ধর্মপল্লীর পাল পুরোহিত রেভা: ফাদার ডমিনিক সরকার, সিএসসি, ধানুয়া কামালপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম প্রমূখ।

এছাড়াও বালিজুরি, রামখনঝোড়া, সোমনাথপাড়া, দিগলাকোনা, গারামারা গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আদিবাসীরা নানান সমস্যার কথা তুলে ধরেন এবং এসিল্যান্ড সমাধানের পরামর্শ প্রদান করেন।

Back to top button