শহীদ শামসুজ্জোহা দিবসে রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের শ্রদ্ধাঞ্জলি
শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার ৫১তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি। আজ ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার সকাল ৯ টায় রাবিতে শহীদ শামসুজ্জোহার বেদিতে এই শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ড. শামসুুজ্জোহার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, রাজশাহী বিশ^বিদ্যালয় কমিটির সভাপতি রতিশ টপ্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পলাশ পাহান, রাবি সহ-সভাপতি সুরতি সিং, উজ্জল তিগ্যা, সাধারণ সম্পাদক উজ্জল মাহাতো, দপ্তর সম্পাদক রাজেশ মাহাতো, ক্রীড়া সম্পাদক নয়ন পাহান সহ অন্যান্য আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ড. শামসুজ্জোহা বাংলাদেশে প্রথম শহীদ বুদ্ধিজীবী যিনি ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন। তাঁর এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।