“রোয়াংছড়িতে কমলাসেন তঞ্চঙ্গা আটকের প্রতিবাদ”
৩১ অক্টোবর ২০১৭ইং তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় জনসংহতি সমিতি রোয়াংছড়ি সদর ইউপি ষাখার সাধারণ সম্পাদক কমলাসেন ত ঙ্গ্যাকে বান্দরবান জেলা সদর হতে রোয়াংছড়ি ফেরার পথে ভাঙ্গামুড়া কচ্ছপতলী মোড়ে যাত্রী ছাউনিতে বিনা কারণে রোয়াংছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক আটক করা হয়। সংবাদ মাধ্যমে পাঠনো জনসংহতি সমিতি রোয়াংছড়ি থানা শাখার সহ-সাধারণ সম্পাদক মেচিং অং মারমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জানা যায় যে, গাছের ব্যবসা কাজে রবিসেন তঞ্চঙ্গা, পিতা-সুরেশচাঁন তঞ্চঙ্গা (কারবারী), পাগলাছড়া পাড়া, কমলাসেন তঞ্চঙ্গা, পিতা-কালাধন তঞ্চঙ্গা, পাগলাছড়া পাড়া, পুরো কান্তি তঞ্চঙ্গা, পিতা-রাঙ্গাধন তঞ্চঙ্গা ও আনন্দ সেন তঞ্চঙ্গা, পিতা-শুক্রসেন তঞ্চঙ্গাসহ চারজন মোটর সাইকেল যোগে বান্দরবানে গিয়েছিলেন। দুপুরের দিকে কমলাসে তঞ্চঙ্গা ও রবিসেন ত ঙ্গ্যা বান্দরবান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদ সওদাগর সাথে কাঠ ব্যবসা সংক্রান্ত কাজ সেড়ে বিকাল দিকে নিজ বাড়ী রোয়াংছড়ি উদ্দেশ্যে ফিরে আসার পথে রোয়াংছড়ি কাছাকাছি ভাঙ্গামুড়া নামক যাত্রী ছাউনি টহলরত সেনাবাহিনী দল থামিয়ে নাম-ঠিকানা জিজ্ঞাসা করে যাত্রী ছাউনিতে বসিয়ে রাখা হয়। সন্ধ্যায় ৭.০০ ঘটিকার দিকে রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর সালাহউদ্দিন তাহার গাড়িতে উঠিয়ে বান্দরবান দিকে নিয়ে যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে এইরূপ বিনা কারণে হয়রানি ও নির্যাতনমূলক আটকের ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় । সেই সাথে বিবৃতিতে কমলাসেন তঞ্চঙ্গাকে নিঃশর্ত মুক্তির দাবি জাননো হয়।