জাতীয়
নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার অভিনন্দন

ভারতের লোকসভা নির্বাচনে বিজয় অর্জন করায় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ও বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে, বিজেপির এই জয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ১৭তম লোকসভার নির্বাচনে এই জয় বিশ্বের বড় গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের জনগণের আপনার প্রতি আস্তার প্রতিফলন।’
বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। এতে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।