তাজিনডং এর পাদদেশে অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে: বান্দরবান প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা

সতেজ চাকমা: বান্দরবানের থানচি উপজেলার তাজিনডং পাহাড়ের পাদদেশে অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে আজ (৯ ডিসেম্বর, ২০১৯) জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ছাত্র সংগঠন ও সচেতন নাগরিক বৃন্দের আয়োজনের অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, থানচি উপজেলার তাজিনডং পাহাড়ের পাদদেশে প্রাতাপাড়ায় আদিবাসীদের চাষ করা জমিকে দখল করে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠছে। এই ইটভাটাগুলোর প্রশাসনিক অনুমোদন না থাকলেও প্রশাসন সেখানে নির্বিকার । বক্তারা অবিলম্বে ইটভাটাগুলো বন্ধের দাবী জানিয়েছেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি সংরক্ষণ আন্দোলন কমিটির বান্দরবান জেলার আহ্বায়ক জুমলিয়ান আমলাই বম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াঙান ম্রো, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি নি অং মারমা, ম্রো স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি রুম ব্লাম ম্রো, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা ওয়েলফেয়ার স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক জেমি তঞ্চঙ্গ্যা, অনন্যা কল্যান সংগঠন এর ব্যবস্থাপক দিনেন্দ্র ত্রিপুরা সহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ বান্দরবান জেলার সভাপতি থোয়াক্য জয় চাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া উক্ত মানববন্ধনে বক্তরা অবিলম্বে পরিবেশ বিনষ্টকারী এইসব ইটভাটা কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং সকল অবৈধ ইটভাটা বন্ধের দাবী করেন। এছাড়া বক্তারা জলবায়ু পরিবর্তনের হুমকি রোধে পরিবেশ বিনষ্টকারী সকল কার্যক্রমের উপর প্রশাসনিক নজরদারী জোরদার করার জোড় দাবী জানান।