শিল্প ও সংস্কৃতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু বইমলো শুরু

“বই বই এবং বই-ই দেখাবে পথ” এই স্লোগানকে সামনে রখেে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে পাঁচ দিন ব্যাপী বঙ্গবন্ধু বইমলো শুরু হয়েছে।

এই বইমলোয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদবিাসী জুম্ম শিক্ষার্থীদের একমাত্র আদবিাসী বিষয়ক সাহিত্য সাময়িকী রঁদভেূ প্রকাশনা অংশগ্রহণ করছে।

রঁদেভূ প্রকাশনা স্টলে পার্বত্য চট্টগ্রামের আন্দোলনের ইতিহাস ও আদিবাসী বিষয়ক বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন,সাহিত্য সাময়িকী এবং পার্বত্য চট্টগ্রামের কবি লেখকদের বই পাওয়া যাচ্ছে।

এই মিলনমেলা চলবে ২রা মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রগতিশীল আদিবাসী ছাত্রছাত্রীদের সৃজনশীল সাহিত্য সাময়িকী “রঁদেভূ প্রকাশনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”। এটি ১৯৯৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে।
রঁদেভূ প্রকাশনা ২০১৮ সালে চবিতে অনুষ্ঠিতব্য স্বাধীনতা উৎসব বইমেলা-২০১৮ এ অংশগ্রহণ করে ব্যাপক সাড়া ফেলে দেয়। এরই ধারাবাহিকতায় এ বছরের বইমেলাতেও অংশগ্রহণ করছে।

Back to top button