আঞ্চলিক সংবাদ
আদিবাসী দিবস রাষ্ট্রীয় ভাবে পালনের দাবি জানিয়েছে আদিবাসী পরিষদ

জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা এর আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবসে রাজশাহীর গোদাগাড়ী রাজাবাড়িহাট প্রাঙ্গনে ৯ আগস্ট ২০২০ সকাল ১১ টা থেকে ১২টা সময় পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা সাধারণ সম্পাদক সোনা মুরমু।
সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা।