আন্তর্জাতিক

ইউরোপীয় পার্লামেন্টে দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যালঘু ও আদিবাসী বিষয়ক সম্মেলন, সাংসদ উষাতন তালুকদারের যোগদান

আইপিনিউজবিডি প্রতিনিধি; ব্রাসেলস থেকেঃ ১৩ জুন “দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যালঘু ও আদিবাসীদের সম্ভাবনা : আঞ্চলিক সহযোগিতার আলোকে” শীর্ষক ইউরোপীয় পার্লামেন্টের এক সম্মেলনে যোগ দিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ও সংসদ সদস্য উষাতন তালুকদার এবং সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর ব্রাসেলস সফরে রয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্টের ভবনে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য উওমাস পায়েট ও হায়েল্লা ফাউন্ডেশনের অংশীদারিত্বে প্রতিনিধিত্বহীন জাতি ও জাতিগোষ্ঠী সংগঠন ইউএনপিও কর্তৃক আগামীকাল ১৪ জুন ২০১৬ দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, জাতিগত, ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তাইওয়ানের অভিজ্ঞতার আলোকে দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যালঘু ও আদিবাসী জাতিসমূহের বর্তমান অবস্থা সম্পর্কে সম্মেলনে পর্যালোচনা করা হবে।
তিনটি প্রতিপ্রাদ্য বিষয়ে যথাক্রমে ‘সংখ্যালঘু ও আদিবাসী জাতিগোষ্ঠীঃ দক্ষিণ পূর্ব এশিয়ার বর্তমান ধারা’, ‘তাইওয়ানে সংখ্যালঘু ও আদিবাসী অধিকারঃ এটি পর্যালোচনা’ এবং ‘ইউরোপ থেকে অভিজ্ঞতা ও সমস্যা সমাধানের পথ – আঞ্চলিক সহযোগিতার আলোকে’ এই তিনটি অধিবেশনে সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘সংখ্যালঘু ও আদিবাসী জাতিগোষ্ঠীঃ দক্ষিণ পূর্ব এশিয়ার বর্তমান ধারা’ শীর্ষক অধিবেশনে সাংসদ ও জনসংহতি সমিতির সহ সভাপতি উষাতন তালুকদার, বিশ্ব মং জাতিগোষ্ঠী কংগ্রেসের প্রতিনিধি জ্যামবাই মৌয়া, আচেহ-সুমাত্রা ন্যাশনাল লিরাবেশন ফ্রন্টের প্রতিনিধি আরিফ ফাদিল্লাহ এবং খেমার-কম্পোচিয়া-ক্রম ফেডারেশনের চুম চুয়োন সন প্রমুখ বক্তব্য রাখবেন।

Back to top button