অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭’ সম্মাননা পাচ্ছেন ময়মনসিংহের ধোবাউরা উপজেলার গারো ফুটবলার এবং বাংলাদেশ অনুর্ধ ১৫ এর অধিনায়ক মারিয়া মান্দা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মানিত করা হবে তাদের। ফুটবলে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে।
এছাড়াও অন্যান্য ক্ষেত্রে এ সম্মাননা দেওয়া হবে সংগীতে শারমিন সুলতানা সুমী, শিক্ষায় অধ্যাপক ড. সাদেকা হালিম, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম, নারী উদ্যোক্তা হিসেবে ফারজানা চৌধুরী, সাংবাদিকতায় নবনীতা চৌধুরী, গ্রামীণ নারীর স্বনির্ভরতায় অবদান রাখায় স্বপ্না রাণী, তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষায় নাদিরা খানম, ক্রীড়া সংগঠক হিসেবে মাহফুজা আক্তার কিরণ ও সমাজসেবায় নাজিয়া জাবীনকে। আগামী ৭ এপ্রিল বিকাল ৪টা ৩০মিনিটে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।