জাতীয়

মন্ত্রিসভায় পাহাড় ধসে নিহতদের জন্য শোক প্রস্তাব

ভারি বর্ষণে পাবর্ত্য চট্টগ্রামের তিন জেলাসহ ছয় জেলায় পাহাড় ধসে নিহতদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

এছাড়া লন্ডনের বহুতল ভবন গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহত ও নিখোঁজদের জন্যও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলায় পাহাড় ধসে ১৬০ জনের প্রাণহানি ঘটেছে। তাদের উদ্দেশে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, লন্ডনের অগ্নিকাণ্ডে অনেক লোকজন হতাহত হয়েছেন, অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্দেশেও শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে ছয় জেলায় পাহাড়ি ঢল ও ভূমি ধসে ১৬৪ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে রাঙ্গামাটিতে সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়েছে।

Back to top button