জেএসএস সভাপতিকে নিয়ে বিভ্রান্তিমূলক খবর প্রকাশের প্রতিবাদ
বিশেষ প্রতিবেদক: ভারতের আসাম রাজ্যের গৌহাটি থেকে নিউজ পোর্টাল ‘Northeast Now’-এ প্রকাশিত ‘Bangladesh: Push for Chittagong Hill Tracts Accord’ শীর্ষক সংবাদ প্রতিবেদন এবং উক্ত সংবাদের উপর ভিত্তি করে বিভিন্ন তথাকথিত অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
গত ১৪ ফেব্রুয়ারী ২০২০ এ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় য়ে, “গত ১২ ফেব্রুয়ারি ভারতের আসাম রাজ্যের গৌহাটি থেকে নিউজ পোর্টাল ‘Northeast Now’-এ প্রকাশিত ‘Bangladesh: Push for Chittagong Hill Tracts Accord’ শীর্ষক সংবাদ প্রতিবেদন এবং উক্ত সংবাদের উপর ভিত্তি করে গত ১৩ ফেব্রুয়ারি parbattanews.com-এ প্রকাশিত ‘পার্বত্য চট্টগ্রামে ভারতের হস্তক্ষেপ চাইছেন সন্তু লারমা’ ওchttimes24.com -এ প্রকাশিত ‘শান্তিচুক্তি বাস্তবায়নে ভারতের হস্তক্ষেপ চাইছেন সন্তু লারমাঃ দাবী ভারতীয় গণমাধ্যমের’ শীর্ষক সংবাদের প্রতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দৃষ্টি আকর্ষিত হয়েছে।”
জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, “উক্ত অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার মাতৃ-পিতৃ তর্পণ ও ধর্মীয় আচারাদি সম্পাদন উপলক্ষে ভারত গমনকে রাজনৈতিক হীনউদ্দেশ্যে ভিন্ন খাতে প্রবাহিত করা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করা, সর্বোপরি জনসংহতি সমিতির নেতৃত্বকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে বিশেষ স্বার্থান্বেষী মহল কর্তৃক এ ধরনের ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত সংবাদ প্রচার করা হচ্ছে ।”