আঞ্চলিক সংবাদ

পপি ত্রিপুরার নিহতের প্রতিবাদে থানচিতে মানববন্ধন

ঢাকার গুলশানে প্রাইভেটকার চাপায় বান্দরবান সরকারি কলেজের ছাত্রী পপি ত্রিপুরা লিয়ানা নিহতের প্রতিবাদে আজ রোববার বান্দরবানের থানচি উপজেলায় মানববন্ধন করা হয়।

উপজেলা গোলঘর চত্বরে মানববন্ধনে মারমা, ম্রো, ত্রিপুরা, বাঙালিসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শত শত স্থানীয়রা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা প্রাইভেটকার চালককে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। ইতিমধ্যে পুলিশ চালককে আটক করায় তারা পুলিশকে ধন্যবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত পপি ত্রিপুরার বাবা এ্যড্রোজয় ত্রিপুরা, নসরান মাস্টার, আবু নোমান, কুবলি মারমা, মালিরাং মারমা, রেংচিং ম্রো প্রমুখ।

পপি ত্রিপুরা পড়ালেখার খরচ যোগানের জন্য ঢাকার একটি বিউটি পার্লারে কাজ করতেন।

Back to top button