অন্যান্য

গাইবান্ধা ও উত্তর বঙ্গের বন্যা প্লাবিত মানুষের সংখ্যা বাড়ছে

গাইবান্ধাসহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের আর্তনাদ চলছে। খাবার এবং পানীয় জলের অভাবে তারা হাহাকার করছে। বিশেষ করে আদিবাসী মানুষ যারা দিন আনে দিন খায় তারা পড়েছে চরম সংকটে।

পত্রিদিনই শিশুরা পানিতে ডুবে মারা যাচ্ছে। নৌকার অভাবে সরকারি ত্রাণও বন্যার্তদের মাঝে বিতরণ করা সম্ভব হচ্ছেনা। অনেকে তাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী যুব পরিষদ এবং হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডি) যৌথভাবে ত্রাণ সংগ্রহের কাজ শুরু করেছে।

আজ তারা বাবর রোড থেকে শুরু করে শ্যামলী এলাকায় ত্রাণ সংগ্রহ করেছে। আগামী কয়েকদিন এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালু থাকবে।

Back to top button