অন্যান্য
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি
ঘূর্ণিঝড় ফণি আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি ১৬০ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিমে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার ভারতের ওড়িষা উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস মিলেছে। ওড়িষা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ওড়িষায় প্রস্তুত রাখা হয়েছে প্রায় নয়শো সাইক্লোন সেন্টার। আগে ভাগে প্রস্তুতি নিতে ওড়িষা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের জন্য ১ হাজার ৮৬ কোটি রুপি তহবিল ঘোষণা করেছে ভারতের কেন্দ্র সরকার।
ফণির গতিপথ পরিবর্তন হলে বাংলাদেশে আঘাত হানতে পারে শনিবার। এর প্রভাবে চট্টগ্রাম, পায়রা, মংলা ও কক্সবাজার উপকূলে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। সাগরে অবস্থানরত সব নৌযানকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।