শিল্প ও সংস্কৃতি

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত করুণাময় গোস্বামী

সোমবার সকাল ১০টায় একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয়। এসময় সাদা পোশাকে উপস্থিত ছিলেন তার মেয়ে তিথি গোস্বামী।

একে একে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে নানা সংগঠন ও পেশার মানুষরা করুণাময় গোস্বামীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে সমবেত হন।

বাংলা একাডেমির পক্ষে একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামান শ্রদ্ধা নিবেদন করতে আসেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “বাংলা অভিধানে ‘জ্ঞানতাপস’ যে শব্দটি আছে, তা শতভাগ তার ব্যক্তিত্বকে তুলে ধরে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “তিনি যে সাহিত্য-কোষ বের করে গিয়েছিলেন, তা সাহিত্য উৎকর্ষতার দিকে একটি অসাধারণ মাত্রা যোগ করেছে। আমি যখন সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলাম, তখন তার জ্ঞান ও মনীষার প্রমাণ পেয়েছিলাম।”

Back to top button