আঞ্চলিক সংবাদ

রায়পুরে গারোদের জমি দখলের ইস্যুতে ঘটনাস্থল পরিদর্শন করল প্রশাসন

দখলকৃত জমির স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের ধোবাউড়ার রায়পুর গ্রামের গারো আদিবাসীদের জমি দখলের ঘটনায় গতকাল শনিবার (০৭ নভেম্বর, ২০২৪) ঘটনাস্থল পরিদর্শন করতে যান ধোবাউড়া উপজেলার ইউএনও নিশাত শারমিন ও এএসপি সাগর সরকার হালুয়াঘাট সার্কেল ও স্থানীয় পুলিশ প্রশাসন। পরিদর্শন চলাকালে স্থানীয় গারোদের এবং বাঙালিদের সাথে আলাপের পর দখলকৃত জমিতে নির্মাণকৃত সকল স্থাপনা উচ্ছেদ করেন সংশ্লিষ্টরা।

এছাড়াও উচ্ছেদ কার্যক্রম চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান এডয়ার্ড নাফাক ও ১ নং দক্ষিন মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর।

স্থানীয় সূত্র মতে, আনুমানিকে সকাল ১০ টার দিক থেকে সকলের উপস্থিতিতে স্থানীয়দের সাথে প্রশাসন মতবিনিময় করেন এবং উদ্ভূত পরিস্থিতির বিস্তারিত শোনেন। পরবর্তীতের প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী দখলকৃত জমির সকল স্থাপনা তুলে দেন এবং পরবর্তী বৈঠকের আগ পর্যন্ত কোন পক্ষকেই জমিতে নামতে নিষেধ করা হয়। প্রয়োজনীয় দলিল যাচাই বাচাই-এর পর দখল বুঝিয়ে দেয়া হবে বলে প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়।

রায়পুর গ্রামে বসবাসরত গারো আদিবাসীরা জানান, এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আমরা আশংকায় আছি। যেভাবে আক্রমনাত্বক ভঙ্গিতে বাঙালিরা আমাদের বসত ভিটার আশেপাশে আমাদের স্বত্বদখলীয় জমিতে বাড়ি নির্মাণ করে গেছে তা আসলে আমাদের জন্য শঙ্কিত হবার মতো ব্যাপার।

উল্যেখ্য, গত ৪ ও ৫ ডিসেম্বর দুইদিনে রায়পুর গ্রামে মোট ২৮ থেকে ৩০টি বাড়ি সদৃশ স্থাপনা নির্মাণ শুরু করে নিতাই নদীর ওপারের পার্শ্ববর্তী ইউনিয়নের ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাঙালিরা। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী ও আদিবাসীদের প্রতিবাদের পর গতকাল প্রশাসন উক্ত এলাকা পরিদর্শন করে।

Back to top button