মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকীতে তিন জেলায় পার্বত্য জনসংহতি সমিতির শোক দিবসের আয়োজন
![](https://ipnewsbd.net/wp-content/uploads/2018/11/yy-1.jpg)
আগামী ১০ নভেম্বর অবিসংবাদিত আদিবাসী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য তিন জেলায় জুম্ম শোক দিবস পালন করবে পার্বত্য জনসংহতি সমিতি।
এ উপলক্ষ্যে পার্বত্য তিন জেলায়, উপজেলা সদর ও ইউনিয়নে দিনব্যাপী নানান আয়োজন করা হয়েছে। সকালে প্রভাতফেরি, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোকপ্রস্তাব পাঠ ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিকেলে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোর মাধ্যমে এই মহান নেতাকে স্মরণ করা হবে।
জুম্ম জাতীয়তাবাদের প্রণেতা ও অবিসংবাদিত আদিবাসী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার খেদারছড়ার থুম এলাকায় ‘বিভেদপন্থী গিরি-প্রকাশ-দেবেন-পলাশ চক্র’র একটি সশস্ত্র গ্রুপের আক্রমণে নিহত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪। স্বতন্ত্র সদস্য হিসেবে তিনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এবং ১৯৭৩ সালে পার্বত্য চট্টগ্রাম-১ আসন থেকে জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য নির্বাচিত হন।