জাতীয়

দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানালো ডাকসু

আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। একই দিনে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজার উৎসবে বিঘ্ন ঘটা ও নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা সমস্যাসংকুল হওয়ার আশঙ্কায় সিটি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার বিকেলে ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান

আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। একই দিনে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজার উৎসবে বিঘ্ন ঘটা ও নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা সমস্যাসংকুল হওয়ার আশঙ্কায় সিটি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক অঙ্গীকার। এর অন্যতম প্রধান উপজীব্য- ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ মুক্তিযুদ্ধের চেতনার জীবন্ত আর্কাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা পালিত হয়। আগামী ৩০ জানুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। একই দিনে সরস্বতী পূজা ও নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসব মুখরতায় বিঘ্ন ঘটা ও নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা করা সমস্যাসংকুল হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রগতিশীল ছাত্রসমাজ এমন পরিস্থিতির একটি সুস্পষ্ট, সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর সমাধান চায়৷ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ ডাকসু নির্বাচন কমিশনের প্রতি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে৷

Back to top button