জাতীয়

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল বন্ধ

বন্যায় টাঙ্গাইলে রেলপথের একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এই পরিস্থিতিতে রোববার ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।

সকালে ঢাকার কমলাপুর স্টেশনে তিনি সাংবাদিকের বলেন, “ট্রেনে চলাচলের কোনো ব্যবস্থা না করা পর্যন্ত ওই পথে ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়বে না।”

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের মাস্টার জালাল উদ্দিন জানান, বন্যার পানির স্রোতে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভায় পৌলী রেল সেতুর দক্ষিণ অংশের এপ্রোচেরপ্রায় ২০ ফুটের মতো জায়গায় মাটি সরে গেছে।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা সকালেই ঘটনাস্থলে যান।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, যত দ্রুত সম্ভব তারা মেরামত শুরু করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছেন।

রেলওয়ের মহাপরিচালক জানান, সকালে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে দিনাজপুর থেকে ঢাকাগামীএকতা এক্সপ্রেস; নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এবং রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

আর ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কমলাপুর থেকে ছাড়াই হয়নি।

সকালে ঢাকা থেকে কোনো ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সেদিক থেকেও কোনো ট্রেন ঢাকায় আসেনি।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা সকালেই ঘটনাস্থলে যান।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, যত দ্রুত সম্ভব তারা মেরামত শুরু করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছেন।

রেলওয়ের মহাপরিচালক জানান, সকালে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে দিনাজপুর থেকে ঢাকাগামীএকতা এক্সপ্রেস; নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এবং রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

আর ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কমলাপুর থেকে ছাড়াই হয়নি।

সকালে ঢাকা থেকে কোনো ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সেদিক থেকেও কোনো ট্রেন ঢাকায় আসেনি।

Back to top button