অন্যান্য
জামিন পেলেন কবি হেনরী স্বপন
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া কবি হেনরী স্বপনকে জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহম্মেদ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কবি হেনরী স্বপনকে গ্রেফতার করে পুলিশ। খ্রিষ্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, কবি হেনরী স্বপন সমপ্রতি শ্রীলঙ্কায় গির্জায় হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসের সূত্র ধরেই তার বিরুদ্ধে এই মামলা হয়।