আঞ্চলিক সংবাদ

আলীকদমে পুকুর থেকে স্কুল দপ্তরির মরদেহ উদ্ধার

বান্দরবানের আলীকদমে পুকুর থেকে এক স্কুল দপ্তরির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের সাবের মিয়া পাড়ায় পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওই স্কুল দপ্তরির নাম মং মং মারমা (৩৭)।

তিনি আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে অতিরিক্ত মদ পান করে মং মং মারমা বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে সাবের মিয়া পাড়ায় পুকুরে মং মং মারমার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব উদ্দিন জানিয়েছেন পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মং মং মারমা উপজেলা সদরের মেম্বার পাড়ার উইহ্লা মারমার ছেলে।

Back to top button