শিল্প ও সংস্কৃতি

আমি স্বাধিকার চাইলেই,তুমি আমাকে ডাকো বিচ্ছিন্নতাবাদী বলে- জুয়েল মারাক

(কবিতাটা ৬ বছর আগে লেখা তবে এর প্রাসঙ্গিকতা সবসময়ের। এর কোনো শিরোনাম নেই।)

আমি স্বাধিকার চাইলেই
তুমি আমাকে ডাকো বিচ্ছিন্নতাবাদী বলে।
এ চল সর্বত্র।
পার্বত্য চট্টগ্রাম, সমতল।
উত্তর-পূর্ব ভারত, কাশ্মীর, ঝাড়খণ্ড,
শিলিগুড়ি-জলপাইগুড়িতেও।
দেখেছি পূর্ব ইউরোপে,
মধ্যপ্রাচ্যে,
আফ্রিকায়,
লাতিন আর মধ্য আমেরিকায়,
দক্ষিণ-পূর্ব এশিয়া, ওশেনিয়াতেও।
করছো নিগ্রহ,
খেলছো আমায় ভোটে।
আমিও পরাভূত হই,
আবার উঠে দাঁড়াই।
কখনো মুক্তি অথবা মৃত্যু,
কখনো আপোসে টিকে থাকা।
তবু লড়াই থামে না।
কেননা যাকে তুমি বলো শয়তান,
সে চেতনার আরেক নাম,
বোধের আরেক রুপ।
আত্মনিয়ন্ত্রণ বোঝ?
না বুঝলে তোমার জন্য শয়তানের এই উক্তি-
“স্বর্গে দাস হয়ে থাকার চেয়ে,
নরকে স্বাধীনভাবে বেঁচে থাকা ঢের ভালো।”

Back to top button