শিল্প ও সংস্কৃতি

অভিনয়শিল্পী রাতিন আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা আবদুর রাতিন।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আড়াইটায় তার মৃত্যু হয়। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

আবদুর রাতিন শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন।

জায়েদ খান বলেন, “শেষ দিকে রাতিন ভাইয়ের শরীরে অনেক রোগ দানা বেঁধেছিল। একসঙ্গে চিকুনগুনিয়া, শ্বাসকষ্ট ও কিডনির জটিলতায় ভুগছিলেন।”
তিনি বলেন, “বিকেল সাড়ে তিনটায় এফডিসিতে উনার মরদেহ আনা হবে। জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।”

চলতি মাসের শুরু থেকে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত হন। প্রথমে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউ সুবিধা না পাওয়ায় গতকাল তাকে ল্যাবএইডে ভর্তি করানো হয়েছিল।

সত্তরের দশকে বড়পর্দায় অভিষেক হয়েছিল রাতিনের। এরপর দেবদাস, হারানো সুর, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, চোরের বউসহ দর্শকপ্রিয় বেশকিছু চলচ্চিত্রে দেখা গেছে তাকে। পাশাপাশি মঞ্চ ও টিভিনাটকেও নিয়মিত ছিলেন।

Back to top button