অন্যান্য

রংপুর উপ-নির্বাচনের তারিখ পরিবর্তিত না হলে সংখ্যালঘুদের নির্বাচন বর্জন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক প্রতিনিধিদল আজ (১৬ সেপ্টেম্বর, ২০১৯ ) সোমবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এক স্মারকলিপি প্রদান করেছে।

এতে আসন্ন শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন ‘মহাসপ্তমী’তে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের আয়োজনে তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি সনাতনী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতি রক্ষায় ৫ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের পর অন্য যে কোন তারিখে উপ-নির্বাচন পুণনির্ধারণের আবেদন জানানো হয়। স্মারকলিপিতে আরো বলা হয়, এর অন্যথায় ঐ আসনের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোট বর্জন করা ছাড়া বিকল্প কোন পথ আর খোলা থাকবে না।

প্রতিনিধিদলে ছিলেন- ড. নিমচন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, এ্যাড. রাণা দাশগুপ্ত, মনীন্দ্র কুমার নাথ।

Back to top button