আন্তর্জাতিক

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার টুইটারে এক ভিডিওবার্তায় এখবর নিশ্চিত করেন তিনি নিজেই।

বিবিসির খবরে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শে বরিস জনসন করোনার পরীক্ষা করান। এরপর তার শরীরে কোভিড-১৯ এ সংক্রমণ ধরা পড়ে।

টুইটে বরিস লিখেছেন, গত ২৪ ঘণ্টায় তার করোনায় আক্রান্ত হওয়ার মৃদু লক্ষণ ছিল। পরীক্ষা করানোর পর কোভিড-১৯ পজিটিভ আসে।

Back to top button