অন্যান্য

বাজেট বাস্তবায়নের সক্ষমতা নেই: বাংলাদেশ জাসদ

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে গতকাল জাতীয় সংসদে পেশকৃত বাজেট বিষয়ে এক প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, ”এ বাজেটের আকার গত কয়েক বছরের মত ক্রমবর্ধমান ও সে সাথে বিদায়ী বছরের সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা পূরণ না হবার করুণ ইতিহাসের পুনরাবৃত্তি মাত্র। লক্ষ্যমাত্রা পূরণ না হবার পাশাপাশি বিদেশী ও আভ্যন্তরীণ ঋণ নিয়ে ঘাটতি পূরণের লজ্জা ঢাকতে দিয়ে পরের বছর আরো বড় আকারের বাজেট পেশ করা হচ্ছে। কিন্তু সাথে সাথে আরো বড় আকারের ঘাটতি ও আরো বড় দেশী-বিদেশী ঋণের ফাঁদে দেশ আটকে যাচ্ছে। বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো, প্রত্যক্ষ আয়কর বাড়ানো, কর ফাঁকি রোধ, কালো টাকা উদ্ধার ও ব্যাংক খাতে দুর্নীতি-লুটপাট প্রতিরোধ করে ঘাটতি মোকাবেলার কোন বাস্তব প্রাতিষ্ঠানিক কর্মকৌশল এ বাজেটে নেই।”

তাঁরা আরো বলেন, ”অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ার পরিসংখ্যান দেখিয়ে আত্মতুষ্টি আছে, কিন্তু এ প্রবৃদ্ধি যে বেকারদের কাজ সৃষ্টি করছে না, উৎপাদশীল খাতে বিনিয়োগ বাড়াচ্ছে না, বিভিন্ন ধরণের বৈষম্য বাড়িয়েই চলেছে – তার জন্য উদ্বেগটুকুও নেই, সমাধানের পদক্ষেপ তো দূরের কথা। অর্থনৈতিক প্রবাহ অব্যাহত রাখার কথা বলে বড় বড় ঋণখেলাপি ও কালো টাকার মালিকদের এক চোখা সুবিধা বাড়ানোর ব্যবস্থা এ বাজেটে রয়েছে, কিন্তু খাদ্য নিরাপত্তা জোগানো প্রান্তিক কৃষকের জন্য সুনির্দিষ্ট সুবিধা নেই, কৃষকের পণ্যের মূল্য সুরক্ষার ব্যবস্থা নেই, শিল্প অর্থনীিতর নিরাপত্তা জোগানদার শ্রমিকের জন্য সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার কোন নতুন পদক্ষেপ এ বাজেটে নেই। হতদরিদ্র ও প্রান্তিক মানুষ, বীর মুক্তিযোদ্ধাদের জন্য সামাজিক নিরাপত্তা বলয় ও আকার কিছুটা হলেও বাড়ানো হয়েছে, কিন্তু দেশের উন্নয়ন পরিসংখ্যানের সাথে সঙ্গতি রেখে প্রান্তিক মানুষদের জন্য এ পদক্ষেপ পর্বতের মূষিক প্রসবের মতই। গতবারের তুলনায় এ বছর শিক্ষা খাতে বাজেট বেড়েছে সত্য, কিন্তু সর্বজনীন মানসম্মত শিক্ষার জন্য এখনো তা খুবই অপ্রতুল। আর স্বাস্থ্য খাত বরাবরের মতই বঞ্চিত, এ বঞ্চনা দিয়ে ২০৩০ সালের মধ্যে কিভাবে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়িত হবে তা দেশবাসীর বোধগম্য নয়।”

Back to top button