বাংলাদেশ-ভারত চুক্তি নিয়ে খোলামেলা আলোচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ
সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে সংসদের ভেতরে ও বাইরে খোলামেলা আলোচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এই দাবি জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ অক্টোবর ২০১৯ প্রকাশিত বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান এক যুক্ত বিবৃতিতে বলেন, “বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে সরকার জানিয়েছেন। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক বন্ধুত্বের নিরীখে অধিকাংশ চুক্তির ব্যাপারে নীতিগত বিরোধ না থাকলেও এটা জোর দিয়ে বলা যায় যে, বাংলাদেশের সাথে ভারতের দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানে কোন চুক্তিই করা হয়নি। বিশেষ করে বাংলাদেশের জনগণের জন্য জ্বলন্ত সমস্যা তিস্তা নদীর পানি বন্টন নিয়ে কোন অগ্রগতি হয়নি। রোহিঙ্গা ইস্যুতে কাংখিত সমর্থন পাওয়া যায়নি। এনআরসি ইস্যুতে মৌখিকভাবে আশ্বস্ত করা হলেও দেশবাসির উদ্বেগ নিরসন করার মতন কোন কথা বলা হইনি। উপকূল অঞ্চলে নজরদারির জন্য রাডার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে আরো পর্যালোচনা করা উচিৎ বলে আমরা মনে করি। এছাড়া ফেনী নদীর পানি প্রত্যাহার, দেশের সমুদ্র বন্দরসমূহ ভারতকে ব্যবহার করতে দেয়া, পূর্ব ভারতে এলএনজি সরবরাহ সহ চুক্তি ও সমঝোতার অন্যান্য সব বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে খোলামেলা আলোচনা করে চুক্তি ও সমঝোতাগুলো চূড়ান্ত করা উচিত বলে আমরা মনে করি। সরকারকে এ বিষয়ে উদ্যোগী হবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।”