জাতীয়

প্রহসনের নির্বাচনের প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

আজ ৩ ফেব্রুয়ারি, সোমবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের নামে প্রহসন, ভোটাধিকার হরণ, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকারের ক্ষমাহীন ব্যর্থতার প্রতিবাদে সিপিবি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, এই নির্বাচনে সীমাহীন কারচুপি ও জনগণকে ভয়ভীতি প্রদর্শন প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই অবাধ হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা হানিফ বলেছেন গত ১০০ বছরেও নাকি এমন নির্বাচন হয় নাই। তিনি প্রশ্ন রেখে বলেন, ৭০ সালের নির্বাচন কি তাহলে এই নির্বাচনের চেয়েও খারাপ ছিল? যে ৭০’র নির্বাচন ধরে আমরা সশস্ত্র যুদ্ধে নেমে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, সেই নির্বাচনকে গত ১ ফেব্রæয়ারির নির্বাচনের চেয়েও খারাপ ছিল বলে তিনি অপরাধ করেছেন।

সিপিবি সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোন নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণ সম্ভব নয়। মানুষ নির্বাচনের প্রতি নিরুৎসাহিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে তাঁর ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

সিপিবি ঢাকা কমিটির সভাপতি মোসলেহউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি’র ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কাস্তে মার্কার মনোনীত প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, সিপিবি কেন্দ্রীয় সম্পাদক আহসান হাবীব লাবলু, সিপিবি ঢাকা কমিটির সম্পাদক জাহিদ হোসেন খান, লুনা নূর। সমাবেশ পরিচালনা করেন সিপিবি কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম।

Back to top button