নেত্রকোনার দুর্গাপুরে রাশিমণি মেলা শুরু
সোহেল হাজংঃ টংক ও জমিদার প্রথা উচ্ছেদ আন্দোলনের নেত্রী মহীয়সী নারী হাজংমাতা শহীদ রাশিমণির ৭৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ জানুয়ারি। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেড়াতলী গ্রামের রাশিমণি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার থেকে ৬ ফেব্রুয়ারি ২০১৯, সাত দিনব্যাপী রাশিমণি স্মৃতি মেলা শুরু হচ্ছে। হাজংমাতা রাশিমণি মেলা উদ্যাপন কমিটির উদ্যোগে এ মেলা হচ্ছে। আজ বিকেলে মেলার উদ্বোধন করবেন রাশিমণির সহযোদ্ধা নারীনেত্রী কুমুদিনী হাজং। মেলায় রাশিমণি হাজং-এর কর্মময় জীবন, টংক আন্দোলন, হাজং বিদ্রোহসহ নানা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং জানান মেলা উপলক্ষে স্মৃতিস্তম্ভ এলাকায় বিভিন্ন লোকজ পণ্যসামগ্রীর অনেক স্টল বসা শুরু করেছে।
উল্লেখ্য, ১৯৪৬ সালে ইর্স্টান ফ্রন্টিয়ার বাহিনী হাজং নারী কুমোদিনীকে তুলে নিয়ে যাচ্ছিলেন। এসময় টংক আন্দোলনের এ অঞ্চলের প্রথম নারী নেত্রী রাশিমণি হাজং দুই পুলিশকে হত্যা করে কুমোদিনী হাজংকে উদ্ধার করেন । তিনিও ইর্স্টান ফ্রন্টিয়ার বাহিনীর গুলিতে শহীদ হন। পরবর্তীতে রাশিমণি হাজং শহীদ হওয়ার নিকটস্থ জায়গায় তাঁর স্মরণে স্মৃতিসৌধ নির্মান করা হয়। এখন পতিবছরই এ দিবসটি আসলে তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।